0
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে এন্ড্রয়েড ফোনে এক টাচেই স্কিন লক করা যায় । আমারা আমাদের এন্ড্রয়েড ফোন লক করে রাখি নানা প্রয়োজনে  এতে ব্যবহার করা হয় পাওয়ার বাটন।  আমরা ফোনের চার্জ অথবা অন্য কোন কারনে এন্ড্রয়েড ফোন এর স্কিন লক করে রাখি । এই স্কিন লক করতে সব চাপ পরে ঐ পাওয়ার বাটনের উপর । আমার একজন পরিচিত এন্ড্রয়েড  মেকানিক আছে , তিনি বলেছেন তার কাছে যত গুলো এন্ড্রয়েড ফোন সার্ভিসিংএ আসে তার ৬০% ই পাওয়ার বাটন নষ্ট। আমি নিজেও এই সমস্যায় ভুগছিলাম । কিন্ত বসে থাকলে হবেনা এর সমাধান করতে হবে । অনেক খুজাখুজি করে অবশেষে পেলাম এই সফটওয়্যার । আপনি মাত্র ১ ক্লিক করে আপনার এন্ড্রয়েড ফোনের স্কিন লক করতে পারবেন। এই সফটওয়্যারটি এন্ড্রয়েড এর সকল ভার্সনে চলবে । তাহলে চলুন কিভাবে কি করব দেখেনেই ।
  1. ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করুন । সফটওয়্যার টি ইনিছটল করুন ।
  2. আপনার ফোন এর মেনুতে যান ।
  3. দেখুন নতুন দুইটি আপশন চলে এসেছে Lock Screen , Lock Screen Settings
  4. Lock Screen Settings এ প্রবেশ করুন ।
  5. Force Lock অপশনটি Enabled করুন ।
  6. Lock Screen আপশনটি ৩ সেকেন্ড চেপে ধরুন ।
  7. এবার লক্ষ্য করুন আপনার ফোন এর স্কিন এ Lock Screen অপশনটি চলে এসেছে ।
  8. এবার Lock Screen অপশনটিতে টাচ করার সাথে সাথে আপনার এন্ড্রয়েড ফোন এর স্কিন লক হয়ে যাবে। আর পাওয়ার বাটন চাপতে হবেনা ।

ডাউনলোড https://copy.com/rGDI4WhspVil

Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top