0
রিভিও লিখেছেন মাহাদী হাসান
জগতের শ্রেষ্ঠ গরুর গোশ রান্না পাওয়া যায় কোথায়? ঢাকায়, উত্তরায়।
জীবনে অনেক জায়গায়, অনেক রেস্টুরেন্টে খেয়েছি। ফুডি হিসেবে আমি মনে করি, এরকম অমৃত স্বাদের গরুর গোশ/মাংস বাংলাদেশে আর কোথাও নাই।
তলানির দিকে থাকা গরুর গোশ
সবচেয়ে ইন্টারেস্টিং হল এই দোকানের কোন নাম নাই। দোকানের মালিক এবং রাধুনির নাম 'আইনুন মামা।' (একজন হাজি বা নান্না হওয়ার কোয়ালিটি তার রান্নায় আছে)। শেষবার যখন খেয়েছি দেড় বছর আগে। লোকেশন ছিল ১৪ নম্বর সেক্টেররের এক গলি ঘুপচি। তখন ক্যাশবক্সও ছিল না। এরপর লোকেশন চেঞ্জ।
দেড় বছর চেস্টা চরিত্র করার পর আজকেই খুঁজে পেলাম। ১২ নম্বর সেক্টরে। লোকেশনটা একটা ভুলভুলিয়ার মতো সরু রাস্তায়। খুজে বের করাটাই একটা চ্যালেঞ্জ। এখনো দোকানের কোন নাম নাই। নাম দেওয়ার কোন ইচ্ছাই নাই আইনুন মামার। 
আইনুন মামা
রন্ধন শিল্পী আইনুন মামা
কাস্টমারের কোন কমতি নাই। যারা একবার এখানে আসে তারা বারবার আসে। (দেড় বছর ধরে আমি নিজেই খুজে বেড়াইছি।) আইনুন মামার এই দোকান চলে ডে লাইটের আলোতে। শুধু দুপুর বেলাতেই খোলা থাকে। ওতেই কাস্টমার ডিমান্ড মেটাতে তার হিমশিম খেতে হয়। আরেকটা বড় ব্যাপার হল, অতিথি মানে ভগবান, হারিয়ে যাওয়া সেই আন্তরিকতা।

দাম (ভাত ছাড়া)
আগে ৮০ টাকা ছিল প্লেট। এখন ১০০ টাকা। সেকেন্ড টাইম, থার্ড টাইমেও পাবেন। খুব আর্লি আসলে ভর্তাও পাবেন। ডাল ফ্রি।
লোকেশন (ধারণামূলক)
ন্যাশনাল পলিমার হার্ডওয়্যার দোকানের পাশে, শাহ মখদুম রোড,(মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রোড), ১২ নম্বর সেক্টর, উত্তরা
-----------
 রান্না করা ভালো গরুর গোশ/মাংস পাওয়া যায় কোথায়? , কোন গরুর মাংস বেশী শ্বাদ? মজাদার মাংস রেসিপি,গরুর মাংস।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top