0
আপনি আপনার কম্পিউটার কত সময় ব্যবহার করলেন তা খুব সহজে পেতে পারেন। অথবা আপনার কম্পিউটারের সব ধরনের তথ্য বের করতে পারবেন খুব সহজে। কোন সফটওয়্যার ছাড়াই
এ কাজ করা যায় । আমরা সাধারনত My Computer এর প্রপারটিজ থেকে কম্পিউটারের কনফিগার শন দেখি । কিনতু এতে সব ধরনের তথ্য দেখা যায় না। আমার এই টিপছটি ব্যবহার করলে আপনি অতি সহজেই সব তথ্য পাবেন । আজকের শিরনামটা ছিল কত সময় ব্যবহার করলেন আপনার কম্পিউটার এর মানে হল । এক নগারে কতখন পিসি চলছে তাই বের করা । তাহলে চলুন দেখে নেই ।
প্রথমে Start menu তে যান, এরপর Run চাপুনএবার CMD লিখে Enter কী চাপুন এবার আপনার সামনে যে উইন্ডো আসবে তাতে systeminfo লিখুন এবং Enter কী চাপুন।(নিচের ছবিতে লক্ষ্য করুন) কিছু সময় অপেক্ষা করুন ।

এবার আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটার এর বিস্তারিত সব তথ্য এখানে উল্লেখ থাকবে মোট কত সময় চলেছে আপনার পিসি, কোন দেশের তৈরী, স্পীড কত ইত্যাদিকত সময় পিসি ব্যবহার করলেন সময় জানতে System Boot Time: এ লক্ষ্য করুন। মনে রাখবেন কম্পিউটারে ব্যবহ্রত সময়ের হিসাবে একদিন = ১৯ ঘন্টা, ২৪ঘন্টা নয় প্রতি বার অন করার পর থেকে সময় গুনা শুরু হবে ।
নিচের ছবিটি দেখুন—-

আজ এই পর্যন্ত কথা হবে আগামি পোস্টএ।
Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top