0
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি WinRAR এর থিম । WinRAR কি তা ত আমরা সবাই ভাল করে জানি , নতুন করে কিছু বলার নেই এই WinRAR সম্পর্কে । কিন্ত WinRAR এর এই মুখস্ত একটা থিম আর কত
। আমার প্রতি দিন কোন না কোন দরকারে WinRAR ব্যবহার করি । আর দেখতে হয় সেই পুরনো একটা কমন থিম। চিনতা নেই আর দেখতে হবেনা আপনাকে WinRAR এর কমন থিম । আপনাদের জন্য নিয়ে এলাম অসংখ WinRAR এর থিম কালেকশন । তাহলে চলুন দেখে নেই WinRAR এর থিম গুলো ।

আর যারা WinRAR চিনেন না বা জানেন না তাদের জন্য এই ফানি ছবি টা তৈরি করেছি 

এবার চলুন WinRAR এর থিমে ।



⊱════WinRAR এর থিম গুলোর কিছু ছবি দেখে নিন════⊰

 
আমি পর্বে ভাগ না করে, এক সাথে সকল থিম এর লিংক দিলাম। আপনাকে প্রথমে এখানে যেতে হবে । আপনার থিম পছন্দ করুন । থিমের নিচে দেখুন ডাউনলোড অপশন আছে। কম্পিউটার এর কনফিগার মিলিয়ে যেকোন একটাতে ক্লিক করুন । ডাউনলোড শুরু হয়ে যাবে । নিচের ছবি দেখুন ।

══WinRAR এর থিম ব্যবহার করার নিয়ম══

  1. ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করুন ।
  2. এবার যেকোন একটা WinRAR ফাইল ওপেন করুন ।
  3.  Options থেকে Themes এ ক্লিক করুন  (নিচের ছবি দেখুন)। ডিফিকাল্ট থিম এর টিক চিনহ উঠিয়ে আপনার ডাউনলোড করা থিম এ দিন ।
  4. এবার লক্ষ্য করুন RAR আইকন সহ সব পালটে গেছে ।



Thanks To - www.onlytechtips.com নরমাল Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top