0
আশা করি সবাই ভালোই আছেন । লম্বা বিরতির পর আবারো লিখতে বসলাম আপনাদের জন্য । আজ
আপনাদের জন্য নিয়ে আসলাম ব্লগইং টিপস । আপনার ব্লগের পোষ্ট এর আরো গুনাগুন বাড়াতে ব্যবহার করতে পারেন সরাসরি ইউটিউব ভিডিও । আপনি যখন ব্লগে একটি পোষ্ট লিখছেন তখন আপনার প্রয়োজন হতে পরে ইউটিউব  ভিডিও টিউটেরিয়াল । যা আগে লিংক দারা প্রকাশ করতেন । এছাড়াও ব্লগে পোষ্ট লিখার সময় ভিডিও অপশন দেয়া থাকে । কিন্তু এতে অরজিনাল সাইজ ব্যবহার করা যায় না । আপনি সরাসরি আপনার পোষ্টের মধ্যে অরজিনার সাইজে ইউটিউভ ভিডিও দিতে পারেন । নিচের ছবি দেখুন ।


প্রথমে আপনার পোষ্টের জন্য একটি ইউটিউব ভিডিও বাছাই করুন । ইউটিউবের ভিডিওর নিচে লক্ষ্য করুন কিছু অপশন আছে । নিচের ছবিতে নাম্বার আনুযাই বুযিয়ে দিচ্ছি,কি ভাবে কি করবেন ।

  1. ভিডির নিচে থেকে Share বাটন চাপুন ।
  2. তার পর Embed বাটন চাপুন ।
  3. আপনার ভিডিওটি বিভিন্ন সাইজে দিতে পারেন। ভিডিওটি কি সাইজ দিবেন তা বাছাই করুন ।
  4. লাল কালির বক্রের HTML কোড টুকু কপি করুন ।
এবার আপনার ব্লগে প্রবেশ করুন । নতুন পোষ্ট লিখার অপশনে যান । এবার উপরের বাম দিকে HTML বাটন চাপুন । নিচের ছবি দেখুন ।
এবার লক্ষ্য করুন আরো হরেক রকম HTML কোড দেখতে পাবেন । এবার নির্দিষ্ট জাগায় পূর্বে ইউটিউব থেকে কপি করা HTML কোড টুকু পেষ্ট করুন ।নিচের ছবি দেখুন ।

 লাইভ ডিমো দেখুন  এখানে ↓↓
কোন সমস্যা হলে মন্তব্য করে জানাবেন । আপনাদের মাঝে আগামিতে আরো ব্লগইং টিপস নিয়ে হাজির হব ।
Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top