2
এখন ফটোশপ ব্যবহার করতে আর সফটওয়ার লাগবেনা  । যারা ফটোশপ সফটওয়ার ব্যবহার করতে পারছেন না তাদের জন্য খুবই উপকারি এই টিপছ । অথবা ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে ফটোশপ এর কোন ব্যেবস্তা নেই , আথবা ডাউনলোড করতে অনেক সময় লাগবে । তখন কি করবেন , তখন শুধু নাইম ভাইয়ের এই পোস্ট এর কথাটা মনে রাখলেই হবে ।
http://www.onlytechtips.com

একে ঠিক ফটোশপ বলা যাবে না, তবে এটি ফটোশপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য নিয়ে একটি ইমেজ এডিটিং টুল হিসেবে বেশ ভালো কাজ করে। এটি বিনামূল্যে ব্রাউজারের অভ্যন্তরে থেকে এর সুবিধা পাওয়া যাবে। তবে ফটোশপের সব কিছু পাবেন এখানে ।
এবার আসুন কিভাবে কি করবেন । প্রথমে এখানে যান । নিচের ছবির মত দেখতে পাবেন ।
Pixlr Editor লেখাতে চাপুন ।

এবার আপনার ছবি বাছাই করুন ।আপনি মোট ৫ টি উপায়ে ছবি বাছাই করতে পারবেন । যেমনঃ open image from Computer
এবার দেখুন সফটওয়ার ছাড়া ফটোশপ । কি নাই এতে —— তার পর কি করতে হবে, তা মনে হয় আমার আর বলতে হবে না 
র্তকতাঃ আপডেট Flash Player অবশ্যই লাগবে ।
Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

  1. অসাধারন একটি ট্রিকস। ধন্যবাদ এমন একটি টিরিক্স প্রকাশ করার জন্য।আসলে প্রত্যেকের সচেতন হওয়া উচিত ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা টিপস্ পেয়েছিলা এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে>http://muktomoncho.com/archives/1449

    উত্তরমুছুন

 
Top