আসসালামু
আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আশা
করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ্র রহমতে ভালোই আছি। আজ আপনাদের জন্য
নিয়ে এলাম অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিন ক্লিন মাস্টার । অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় এবং ফোনটিকে ব্যবহারের উপযোগী রাখতে নামিয়ে নিন ক্লিন মাস্টার অ্যাপলিকেশনটি । জাংক ফাইল মুছে ফেলতে এটি ব্যবহার করতে পারেন । আপনার ব্যবহারের অ্যাপসগুলোও ঠিকঠাক রাখতে পারবেন এটি দিয়ে । সহজে আনইনস্টল করা ও এসডি কার্ডে সরিয়ে ফেলতে সাহায্য করে এটি । অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো ফোনের ব্যাটারি নষ্ট করে, তা খুঁজে বের করে মুছে ফেলতে পারবেন। ক্যাশে মুছে ফেলে ফোনের মেমোরি ঠিকঠাক রাখা যায় এর মাধ্যমে।
Thanks To - www.onlytechtips.com
◄দেখে নিন এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে ►
~~~~~Tech Information~~~~~
- নাম:- Clean Master (Cleaner)
- ভার্সন : 3.6 ~ 3.8
- অ্যান্ড্রোয়েড : 2.1+ আপ
- সাইজ :V3.6-5.4 MB ~ V3.8 5.1 MB
- মূল্য: FREE
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook