কম্পিউটার ব্যবহারকারীরা সাবধান। কারণ ২৬ এপ্রিল ভাইরাস দিবস। এ দিবসে আপনার একটু অসাবধানতায় নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রিয় কম্পিউটারটি।তবে একটু সতর্ক হলেই এ বিপদ এড়াতে পারবেন। ভুলেও ইনভাইটেশন নামের কোনো ই-মেইল বার্তা ওপেন করবেন না। তা যেই পাঠাক না কেন।
কারণ এটা ভাইরাস হয়ে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ধ্বংস করে দেবে।সিএনএন একে সবচে’ মারাত্মক ভাইরাস এবং মাইক্রোসফট একে সবচে’ ধ্বংসাত্মক ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছে। সবচে’ ভয়ঙ্কর দিক হলো- এ ভাইরাস একবার আক্রমণ করলে মেরামতের কোনো উপায় থাকে না। এ ভাইরাস খুব সহজেই আপনার কম্পিউটারের হার্ডডিস্কের জিরো সেক্টর ধ্বংস করে দেবে। যেখানে মূল তথ্য সংরক্ষিত থাকে।
Thanks To - www.onlytechtips.com
ভাইরাস শব্দটির মূল কথা হচ্ছে Vital Information resource Under Seize. এরপ্রথম উচ্চারণ ঘটে জীব বিজ্ঞানে ।সাধারণ ভাষায় কম্পিউটারের নিরাপত্তা অংশকেভেদ করে যে প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারীর অনুমতি ছাড়া তার নিজস্ব কাজসম্পাদনাসহ নিজেকে এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত করতে পারে তাকেকম্পিউটার ভাইরাস বলা হয়।কম্পিউটার ভাইরাস তৈরি করা হয় প্রোগ্রামিংল্যাংগুইজ ব্যবহার করে।প্রোগ্রামের মেধার উপর ভিত্তি করে একটি ভাইরাস একটিস্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেমের মত আচারণ করার মত রাখে।যে কারণেকম্পিউটারের বুট লোডার থেকে যখন অনেক ভাইরাস আক্রমণ করে তখন কোনএ্যান্টিভাইরাসেরই কিছু করার থাকে না।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook