0
এখন আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কম্পিউটার আপনাকে স্বাগতম বার্তা জানাবে,
অথবা আপনি যেই নাম সিলেক্ট করে দিবেন তা বলবে । আপনি সহজেই আপনার কম্পিউটারে এটি করতে পারেন। শুধু মাএ একটি নোটপেডের দারা। এই প্রক্রিয়া টি আপনি Windows XP/7/8 এ ব্যবহার করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে কম্পিউটারের মুখ থেকে স্বাগতম বার্তা শুনা যায়।

কিভাবে করবেন ?

  1. প্রথমে Start মেনু থেকে All Programs-Accessories-Notepad ওপেন করুন ।
  2.  এই কোড গুলো Copy করে নোটপেডে Past করুন  Dim speaks, speech speaks=Username, Welcome to your Computer” Set speech=CreateObject (“sapi.spvoice”) speech.Speak speaks
  3. Username এর জায় গায় আপনার নাম অথবা যেই নামে  স্বাগতম জানাবে তা লিখুন ।
  4. File টি Save করুন এ নামে: Welcome.vbs Startup নামে সেভ করুন । সেভ করার সময় All Files নিবাচন করুন ।
  5. এবার ডেসটপ থেকে speech ফাইলটি Cut করে নিচে দেখানো ফাইলে Past করুন ।
  6. Windows Xp এর জন্য – আপনার তৈরি করা speech ফাইলটি এখানে Past করুন — C: / Documents and Settings / All Users / Start Menu/ Programs / Startup
  7. Windows 7/8 এর জন্য — C: / Users / User-Name / AppData / Roaming / Microsoft / Windows / Start Menu / Programs / Startup (নিচের ছবি লক্ষ্য করুন)

এবার কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন । কোন অসুবিধা হলে কমেন্ট করে জানান ।
===============================================================================
Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top