এখান থেকে মাত্র ৬ কেবির RAR ফাইলটি ডাউনলোড করুন। ওপেন করার সময় পাসওয়ার্ড দিন nayemprodhen এর ভিতর পাবেন এম এসএক্সএল এ করা সফটওয়ার। এবার এটি ওপেন করে নিন । নিচের ছবিতে নাম্বার অনুযাই বুজিয়ে দিচ্ছি । আপনি ভাল করে দেখে নিন। একবার বুঝে ফেলুন দেখবেন পরবর্তিতে সহজ হয়ে গেছে।
আপনার মেছ মেম্বারের নাম নিচে নিচে লিখুন। আর তাদের নামের বরাবর সকল হিসাব করুন । আমি যেখানে যেখানে লিখতে বলব শুধু মাত্র সেখানেই লিখুন , না হয় হিসাব গরমিল হয়ে যাবে ।
- বর্ডার/মেছ মেম্বারের নাম লিখুন
- নাম অনুযাই বর্ডারের খাওয়া মিল লিখুন ।
- অটোমিটিক । আপনার কিছু লিখতে হবেনা ।একেক জনের মোট মিল খরচ।
- মোট বাজার খরচ লিখুন ।
- যদি অন্যান্য খরচ থাকে , তাহলে তা লিখুন ।
- অটোমিটিক । আপনার কিছু লিখতে হবেনা । একেক জনের টুটাল মিল+ অন্যান্য খরচ।
- একেক জনের মোট বাজার কত অথবা মিলের জন্য কত টাকা জমা দিয়েছে তা লিখুন।
- এখানে রেজাল্ট বের হবে ।
- মিল রেট বের হয়ে যাবে ।
- আরো খরচ যদি এর মধ্যে যোগ করতে চান তাহলে পরিমানটি লিখুন ।
সব তথ্য দেয়ার পরে পেজের ফাকা জায়গায় ক্লিক করুন ।এবার লক্ষ্য করুন Total নামের কত গুলো ঘর আছে । সেখানে সবগুলোর Total হিসাব পাবেন ।এভাবে আপনি প্রতি মাসে খুব সহজে এই সফটওয়ার টি ব্যাবহার করে ম্যানেজারি হিসাবের এই কঠিন কাজটি খুব সহজে সেরে নিতে পারেন ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.