ফটোশপে বাংলা লিখতে গিয়ে অনেক সমস্যায় পরতে হয় । আজ আপনদের সেই সমস্যার সমাধান দিব । আশা করি আপনাা নেক উপকৃত হবেন।
এখানে দুই ধরনের সমাধান দেখানো হবে
সমাধান - ১
অভ্রর মাধ্যমেই লিখুন বিজয় ফন্টে
এবার ছবির মতো উপড়ের বক্সের প্রথম ধাপে আপনার কথাগুলো অভ্র দিয়ে লিখে Convert to Bijoy encoding এর মধ্যে ক্লিক করে দেখুন আপনার কথাগুলো নিচের বক্সে বিজয় রুপে দেখা যাচ্ছে।
এবার বক্স থেকে আপনার লেখাগুলো কপি করে এনে ফটোশপে আপনি যেখানে লিখতে চান সেখানে পেস্ট করে দিন। কি দেখতে পাচ্ছেন? উপড়ের ছবিটির লেখাগুলোর মতো wkfv ada6465 ea2da এরকম উল্টাপাল্টা তাই না? তবে এবার আপনার মাউস দ্বারা লেখাগুলো সিলেক্ট করে নিন।
অতঃপর আপনার ফটোশপ ফন্ট লিস্টে যেয়ে আপনার পছন্দমতো কোন বিজয় বাংলা ফন্ট সিলেক্ট করে ফেলুন এবং লক্ষ্য করে দেখুন উল্টাপাল্টা সকল লেখা দেখাচ্ছে সুন্দর ভাবে বাংলাতে
সমাধান - ২
ফটোশপে অভ্র দিয়ে ইউনিকোড বাংলা লেখা
Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে।
ধাপ ১:
ওপরের মেনুবার থেকে চলে যান Edit > Preferences > Type… অপশনে।ধাপ ২:
এবার Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপে বেরিয়ে আসুন।ব্যস, এখন থেকে অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে!
একইভাবে Illustrator CC তেও আপনি বাংলা লিখতে পারবেন, বিস্তারিত এই লিংকে দেখুন।
এটা Windows এবং OS X দুই প্ল্যাটফর্মেই কাজ করে। তবে OS X এর সাথে ইন্সটল হওয়া Bangla MN এবং Bangla Sangam MN ফন্ট দুইটা দিয়ে আমরা লিখতে সফল হইনি, ম্যাকে লেখার জন্য এখান থেকে আপনার পছন্দমত ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল করে নিতে হবে: http://omicronlab.com/bangla-fonts.html
amar site
উত্তরমুছুনচেষ্টা করে দেখি
উত্তরমুছুন