0
খুব সহজে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে যেকোন ভাষায় পরিবর্তনের জন্য  গুগল ট্রান্সলেট অনেক জনপ্রিয় । আপনি এর মাধ্যমে প্রায় ৫০টিরও বেশী ভাষাকে বাংলায় অথবা বাংলাকে ৫০টিরও বেশী ভাষায় রূপান্তর করতে পারবেন। এইটি অনেকে হয়তবা ব্যবহার করেছেন বা এখনো করেন । এখন আপনি মজিলা ফায়ারফক্সে  এই কাজটি করতে পারবেন আরো সহজে । ছোট একটি Add-ons ব্যবহার করে এই সুবিধা নিতে পারেন খুব সহজেই । ওয়েব সাইটের যেকোন লেখাকে মার্ককরে রাইট বাটন চাপলেই হবে ।

ব্যবহার করার নিয়ম-

প্রথমে এখান থেকে Add-ons যুক্ত করে নিন ।
মজিলা ফায়ারফক্সে ওয়েব সাইটের যেকোন লেখাকে মার্ককরে রাইট বাটন চাপলে একটি নতুন অপশন পাবেন যা - To Google Translate এ থাকবে । তাতে ক্লিক করলে সরাসরি গুগল ট্রান্সলেট সাইটে চলে যাবে । নিচের ছবি দেখুন
2013-08-17_024131 
....................আজ এই এই পর্যন্ত । কোন সমস্যা হলে মন্তব্য করবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top