0
বর্তমান সময়ে স্মার্টফোন এর ব্যবহার অনেক বেড়েছে।আমাদের দেশের মোবাইল কোম্পানি গুলু এন্ড্রোয়েড ফোনের দাম সহজলভ্যে করায় আমরা আজ হাতের মুঠোয় এন্ড্রোয়েড ফোন ব্যবহার করছি বা অনেকেইএন্ড্রোয়েড ফোন কিনেছি কি করা যায়না এই ফোনে ।ইদানিং শুনছি এন্ড্রোয়েড ফোন দিয়ে মশাও তারানো যায় ।এক বার চিনতা করুন কত এগিয়েছে  আমাদের প্রযুক্তি ।আমি নিজেও একজন এন্ড্রোয়েড এর ফেন।  অনেক কথা হল এবার কাজের কথায় আশি  

আজ আমি আপনাদের সাথে একটা দারুন App শেয়ার করবএটার.. নামত দেখলেন NQ Antivirus ।আমরা মুলত এন্টিভাইরাস ব্যবহার করি ভাইরাস ধংস করার জন্য ।কিন্ত এই এন্টিভাইরাস টি শুধু ভাইরাসই দমন করবে না সাথে আপনাকে দেখাবে এন্ড্রোয়েড ফোনের সঠিক নেট এর গতি,তা সব সময়ই শটকাট আকারে আপনার ফোনে পাবেন,যা আপনি টাচ করে যেকোন জায়গায় রাখতে পারবেন ।আবার রিমুভও করতে পারবেন।আরেক কথা (pc/mobile) এন্টিভাইরাস সব সময় আপডেট করবেন,তানা হলে এন্টিভাইরাস ঠিকমতন কাজ করবে না ।
ডাউনলোড  লিঙ্কনিচে দেয়া হল। সাইজ 2.62 MB
 ডাউনলোড হয়ে গেলে zip ফাইলটি winrar বা 7zip দিয়ে Extract করুনআর ব্যবহার করুন মনের মতন করে।
Thanks To - www.onlytechtips.com

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top