আজ আমি আপনাদের অনেক দরকারি একটা টিপছ শেয়ার করব । জিনিস টার নাম gravatar। লক্ষ্য করবেন এই ব্লগএ অনেক পোষ্ট হয় । পোষ্ট এর শেষে কিছু মন্তব্য থাকে । হয়তবা আপনিও মন্তব্য করেন । মন্তব্য কারির নাম ও সুন্দর ছবি দেখা জায় । আপনি যখন পিসি হেল্পলাইন বিডিতে একাউণ্টখুলেন তখন কিনতু ছবি দেয়ার অপশন নাই । তাহলে ছবি আসল কোথা থেকে ? এখানে ছোট একটি রহস্য আছে , যার নাম হল Gravatar..
Gravatar হল একটি ওয়েবসাইট , যার কাজ হল ওয়ার্ড প্রেস এর অধিনে থাকা সকল সাইটকে সাপোট করা । Gravatar মূলত আপনার ছবি ( যেমন Facebook এর প্রোফাইল পিকছার ) শেয়ার করবে । ওয়ার্ডপ্রেস সহ আরও অনেক সাইটে ছবি দেখাবে যেমন www.copy.com। পিসি হেল্পলাইন বিডি ওয়ার্ডপ্রেস এর অধিনে। আপনি যদি gravatar এ একাউণ্ট করেন তাহলে আর G (উলটা G )দেখাবে না । আর ছবিটা যোগ করা একটু ব্যতিক্রম । তাই আপনাদের জন্য আমার এই পোষ্ট। Gravatar এ ছবি যোগ করা । আশাকরি আমার কথা টুকু বুজতে পেরেছেন । কারন এই সমস্যাটা হয় তবা আপনার , কোন পোষ্টএমন্তব্য করলেন, সবার নামের পাশে ছবি আর আপনার নামের পাশে এই ছবি । আসলে আমার এই পোষ্টটা করার ইচ্চা ছিলনা , এক নতুন ভাই জানতে চাইল । আমি ভাবলাম শুধু এক জনকে এই গোপন রহস্যটা জানাব , সবাইকে জানাই, হয়ত বা কেউ উপকৃত হতে পারে । আর আমাকে একটা ধন্যবাদ জানাতে পারে । অনেক কথা হল এবার কাজে আসি।
شركة تنظيف بالدمام
উত্তরমুছুনشركة تنظيف بالقطيف
شركة تنظيف بالاحساء
شركة تنظيف بالجبيل